২০২২- এ বছর হজ পালনের শর্ত:-
এ বছর যে সংখ্যক মানুষকে হজ পালনের অনুমতি দিচ্ছে সৌদি আরব, তা করোনা মহামারি পূর্ববর্তী সময়ের মাত্র ৪৫ দশমিক ২ শতাংশ। যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় ৫৪ দশমিক 8 শতাংশ কম।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ বছর হজের জন্য দুটি শর্ত দিয়েছে। সেগুলো হলো—
1) যারা হজে যাবেন তাদের বয়স হতে হবে ৬৫ বছরের কম, এবং
2) করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে হবে।
*(এই টিকা হতে হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত।)
কোভিড-১৯ ভ্যাকসিন ট্র্যাকার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সৌদি আরব যে সকল টিকার অনুমোদন দিয়েছে:
1. মডার্ণা, 2. ফাইজার বায়োএনটেক,
3. জনসন অ্যান্ড জনসন ও 4. অক্সোফোর্ড অ্যাস্ট্রেজেনেকা
ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট উইগো/ wego তে দেওয়া তথ্য অনুযায়ী, এই ৪টি ভ্যাকসিন এর বাইরেও আরও দুটির অনুমোদন দিয়েছে:—
5. সিনোফার্ম ও 6. সিনোভ্যাক
এ দুটি টিকা যারা নিয়েছেন তারাও হজে যেতে পারবেন। তবে তাদের বুষ্টার ডোজ হিসেবে মডার্ণা, ফাইজার, জনসন বা অ্যাস্ট্রেজেনেকার অন্তত এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে।
====
2022
Conditions for performing Hajj this year- 2022
*** ***
The number of people Saudi Arabia is allowing to perform the Hajj this year is only 45.2 percent of the pre-epidemic period. Which is 54.8 percent less than the previous years.
Saudi Arabia's Ministry of Hajj and Umrah has set two conditions for the Hajj this year. These are:
1) Those who go for Hajj must be under 65 years of age, and
2) Coronavirus full dose should be vaccinated.
*(This vaccine must be approved by the Saudi Ministry of Health.)
According to the Covid-19 vaccine tracker website, all vaccines approved by Saudi Arabia are:
1. Moderna, 2. Pfizer BioNTech,
3. Johnson & Johnson and 4. Oxford/ AstraZeneca
According to the travel website Wego, in addition to these 4 vaccines, two more vaccines have been approved: -
5. Sinopharm and 6. Sinovac
Those who have taken these two vaccines will also be able to go for Hajj. However, they must be vaccinated with at least one dose of Modern, Pfizer, Johnson or AstraZeneca as a booster dose.
===
Conditions for performing Hajj this year- 2022