Pay Zakat on Zakat Board (Fund)- Gov. of Bangladesh


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

যাকাত বাের্ড 

(ইসলামিক ফাউন্ডেশন ভবন) 
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭


বিসমিল্লাহির রাহমানির রাহীম 

“নামায কায়েম কর ও যাকাত আদায় কর”- 
- (আল কুরআন, সূরা বাকারা, আয়াত-৪৩)


রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যাকাতের অর্থ-সম্পদ যখন অন্য কোন সম্পদের সাথে মিশে যায় তখন তা ঐ সম্পদকে ধ্বংস করে দেয় (মুসনাদে বাযযার)।

== ==

Pay Zakat on Zakat Board (Fund)- Gov. of Bangladesh


বর্ণনা ও বৈশিষ্ট্য:

১) দেশের সকল সিডিউল ব্যাংকের সকল শাখায় “সরকারি যাকাত ফান্ড” এর নির্দিষ্ট একাউন্টে যাকাতের টাকা জমা দেয়া যায়। 
২) ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে যাকাতের টাকা নগদে/ চেকের মাধ্যমে জমা নেয়া হয়।
৩) সরকারি যাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ পবিত্র কুরআনে বর্ণিত খাত অনুযায়ী শরিয়াহ মােতাবেক বিতরণ করা হয়। 
৪) যাকাতের অর্থ সম্পূর্ণ আয়কর মুক্ত।
৫) কোভিড-১৯ সংক্রমণসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও সাময়িক কর্মহীনদের জরুরী সহায়তা, দুস্থ, গরীব অসহায়দের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থান কাজে যাকাতের অর্থ শরীয়ত সম্মতভাবে বিতরণ করা হয়ে থাকে। 
৬) যাকাতের অর্থ জেলা ও উপজেলা যাকাত কমিটির মাধ্যমে বিতরণ করা হয়। 
৭) সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, আর্ত-মানবতার সেবায় অংশ নিন। 
৮) সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, দারিদ্র্য বিমােচনে অংশ নিন। 


কেন্দ্রীয়ভাবে যাকাতের অর্থ জমা নেয়া হয়- 

সােনালী ব্যাংক লিঃ, 
বায়তুল মােকাররম শাখা, ঢাকা
চলতি হিসাব নম্বর- ০১০৪২০০০০৬৮০২ 
== ==

অন্যান্য ব্যাংক সমূহের হিসাব নম্বর জানতে নিচের লিংকে ক্লিক করুন

Link: CLICK HERE


বিস্তারিত তথ্যের জন্য: ০২-৮১৮১৭২২, ০১৭৩২-৭৬১২৯৫, ০১৭১৬-৩০১৫২৬


প্রচারে: 
সদস্য-সচিব, যাকাত বাের্ড, 
ইসলামিক ফাউন্ডেশন, 
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
==



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !