ঢাকা বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের জন্য রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভূক্তি
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, কমপক্ষে ৩ (তিন) বছর অর্থাৎ ৩০-৬-২০১৯ তারিখ বা তার পূর্বে ফলাফল প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরূপ গ্র্যাজুয়েট নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রদান করে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের রেজিস্টারে তার নাম তালিকাভূক্ত করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০ (১) (কে) অনুযায়ী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের মধ্য থেকে সিনেটে ২৫ (পঁচিশ) জন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ৪৬ ধারার (১), (২) ও (৫) উপ-ধারা অনুযায়ী যাদের নাম আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে রেজিস্টারে তালিকাভূক্ত আছে এবং ০১-০৭-২০২২ থেকে ৩০-০৯২০২২ তারিখের মধ্যে যারা আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট অথবা তিন শিক্ষাবর্ষের জন্য তালিকাভূক্ত হবেন, কেবলমাত্র তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে তিন শিক্ষাবর্ষের জন্য যারা তালিকাভূক্ত হয়েছিলেন, তাদের রেজিস্ট্রেশনের মেয়াদ ৩০-০৬-২০১৯ তারিখে শেষ হয়ে গেছে, নতুন রেজিস্ট্রেশন ব্যতিত তারা এ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
রেজিস্ট্রেশনের নির্ধারিত ফি নিম্নরূপ:
(ক) তিন শিক্ষাবর্ষের জন্য রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভূক্তি ফিঃ
৫০০.০০ (পাঁচশত) টাকা
(খ) আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভূক্তি ফিঃ
১২০০.০০ (এক হাজার দুইশত) টাকা
নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ০১-০৭-২০২২ থেকে ৩০-০৯-২০২২ তারিখ পর্যন্ত জনতা ব্যাংক লিঃ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা, টিএসসি-তে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট’ খাতে রেজিস্ট্রেশনের নির্ধারিত ফি নগদ জমা দেয়া যাবে। প্রশাসনিক ভবনের ২০৭ নং কক্ষে এবং জনতা ব্যাংক লিঃ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা (টিএসসি) থেকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভূক্তির নির্ধারিত আবেদন ফরম প্রতি কপি ১০.০০ (দশ) টাকা মূল্যের বিনিময়ে পাওয়া যাবে।
আবেদনপত্রের সঙ্গে ডিগ্রি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি ও চার কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি অবশ্যই জমা দিতে হবে। অন্য কোন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট আবেদন করতে পারবেন না। ১ জুলাই ২০১২ হতে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত যারা আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভূক্ত হয়েছেন তাদের মধ্যে যারা এখনও ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করেননি তারা অফিস চলাকালীন সময়ে কক্ষ নং- ২০৭, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে তা সংগ্রহ করতে পারবেন। ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের পূর্বে যারা আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভূক্ত আছেন তাদের মধ্যে যারা ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করতে আগ্রহী তারা নির্ধারিত ফরমে প্রয়ােজনীয় তথ্য উল্লেখপূর্বক দুই কপি সত্যায়িত পাসপাের্ট সাইজের রঙিন ছবি এবং ২০০.০০ (দুইশত) টাকা ফি প্রদান করে ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।
আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে থাকেন তাদের সম্পর্কে সঠিক তথ্য প্রমাণাদি (নাম ও রেজিস্ট্রেশন নম্বর) অত্র অফিসে পাঠানাের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা যাচ্ছে।
প্রবীর কুমার সরকার
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
ঢাকা বিশ্ববিদ্যালয়
No comments:
Post a Comment