আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর Office of the Chief Controller of Imports and Exports: Online Service অনলাইন সেবা - Welcome Bangla

Latest Post

Wednesday, June 22, 2022

আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর Office of the Chief Controller of Imports and Exports: Online Service অনলাইন সেবা

 Government of the People's Republic of Bangladesh

Ministry of Commerce

Office of the Chief Controller of Imports and Exports

National Sports Council Building, Level-15, 
62/3 Purana Paltan, Dhaka-1000. www.ccie.gov.bd


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 

বাণিজ্য মন্ত্রণালয়

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর 

জাতীয় ক্রীড়া পরিষদ ভবন, লেভেল-১৫, ৬২/৩ পুরানা পল্টন,

 ঢাকা-১০০০। www.ccie.gov.bd 


== == ==

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের

দপ্তরের সকল সেবা এখন অনলাইনে 

***


সম্মানিত আমদানিকারক ও রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, জাতির পিতার স্বপ্নের সােনার বাংলা গড়ার প্রত্যয়ে, সরকার কর্তৃক ঘােষিত রূপকল্প বাস্তবায়নে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের সকল প্রকার নিবন্ধন সেবাসহ আমদানি ও রপ্তানি পারমিট সংক্রান্ত সকল সেবা নিজস্ব অনলাইন সিস্টেম Online Licensing Module (OLM) এর মাধ্যমে প্রদান করা হচ্ছে। সেবাগ্রহীতা অনলাইনে আবেদন করে অনলাইনেই সনদ/সেবা পাচ্ছেন। এক্ষেত্রে সেবাগ্রহীতাদের ডকুমেন্টস এর হার্ডকপি দাখিলের এবং অফিসে আসার প্রয়ােজন নেই। একজন সেবা গ্রহীতা নিজে তার প্রতিষ্ঠানের বা ব্যবসার জন্যে একটিমাত্র OLM একাউন্ট/আইডি খুলবেন এবং আজীবন এই একাউন্টের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করবেন। এক্ষেত্রে তৃতীয় কোন ব্যক্তির অংশগ্রহণের সুযােগ নেই। সিস্টেমের মাধ্যমে সেবার অবস্থান ট্রাকিং করে জানার সুযােগ আছে। বাংলাদেশসহ বিশ্বের যে কোন স্থান থেকে যে কোন সময়ে অনলাইনে সেবা গ্রহণ করা যাচ্ছে। নিবন্ধন সেবা ও OLM সিস্টেমে প্রবেশ করে অনলাইন পেমেন্ট গেটওয়ের সাহায্যে নগদ, বিকাশ, রকেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজে ঘরে বসে পেমেন্ট দেয়ার ব্যবস্থা রয়েছে। ব্যবহারকারী আবেদন করতে কোন সমস্যায় পড়লে বা টেকনিক্যাল সমস্যার মুখােমুখি হলে এবং আবেদন সম্পর্কিত কোন কিছু জানার জন্য নিজের আইডি দিয়ে Query/Complain Box এ জানাতে পারবেন এবং ঘরে বসেই সমস্যার সমাধান পাবেন। এছাড়া হেল্প ডেস্কের মাধ্যমে ও অত্র অফিসের ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের মােবাইল নাম্বারে ফোন করেও সেবা সম্পর্কিত বিষয়ে তথ্য জানতে পারেন। হেল্প ডেস্ক নাম্বারঃ ০২-৪১০৫০৫২২। OLM এর ওয়েব এড্রেস: www.olm.ccie.gov.bd


হেল্প ডেস্ক নাম্বারঃ ০২-৪১০৫০৫২২ 
OLM এর ওয়েব এড্রেস: www.olm.ccie.gov.bd 


--

শেখ রফিকুল ইসলাম পিএএ

প্রধান নিয়ন্ত্রক

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর,

ঢাকা।


জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার: 18-06-2022



No comments:

Post a Comment