Registration of workers who want to go to Malaysia মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মী-নিবন্ধন: BMET - Welcome Bangla

Latest Post

Sunday, June 19, 2022

Registration of workers who want to go to Malaysia মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মী-নিবন্ধন: BMET

Registration of workers who want to go to Malaysia 
মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মী-নিবন্ধন: BMET 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাে 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

৮৯/২ কাকরাইল, ঢাকা। 


Government of the People's Republic of Bangladesh
Bureau of Manpower, Employment and Training BMET
Ministry of Expatriates’ Welfare and Overseas Employment
89/2 Kakrail, Dhaka.

Bureau of Manpower, Employment and Training BMET

www.bmet.gov.bd


মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের বিএমইটির ডাটাবেজে নিবন্ধন


বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ধারা ১৯-এর উপধারা ৩এ বিএমইটি ডাটাবেজে নিবন্ধিত কর্মীর তালিকা হতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য উন্মুক্তভাবে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দৈবচয়নের ভিত্তিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে। তদানুযায়ী মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের বিএমইটি ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়ার অনুরােধ করা যাচ্ছে। নিম্নোক্ত যে কোন স্থানে ও পদ্ধতিতে নিবন্ধন করা যেতে পারে।

⇰**বিএমইটি'র আওতাধীন সকল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) অথবা নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। প্রতিটি সফল নিবন্ধনের জন্য ২০০/- (দুইশত) টাকা সরকারি ফি (অফেরৎযােগ্য) পরিশােধ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) বা টিটিসি’র সাথে যােগাযােগ করুন কিংবা ভিজিট করুন www.bmet.gov.bd 

⇰** ডাটাবেজে নিবন্ধনের জন্য ঐচ্ছিক ও অতিরিক্ত চ্যানেল হিসেবে সরকার কর্তৃক অনুমােদিত ‘আমি প্রবাসী’ www.amiprobashi.com অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করা যাবে। এক্ষেত্রে সফল নিবন্ধনের জন্য সরকারি নিবন্ধন ফি ২০০/- টাকার অতিরিক্ত 'আমি প্রবাসী’ অ্যাপের সার্ভিস চার্জ করসহ ১০০/- (একশত) টাকা পরিশােধ করতে হবে।

⇰** কর্মীর বয়স : ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। 

⇰** নিবন্ধন নম্বর ও এর কার্যকারিতা নিবন্ধনের তারিখ থেকে ২ (দুই) বৎসর বহাল (Valid) থাকবে। 

⇰** ইতােমধ্যে যারা বিদেশ গমনের জন্য নিবন্ধন করেছেন, তাদের নতুন করে নিবন্ধনের প্রয়ােজন নেই; তবে নিবন্ধনকালে কাঙ্ক্ষিত দেশ ও পেশা নির্বাচন করা না থাকলে রিফ্রেশ/ আপডেট করা যাবে। 

⇰** কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)এবং ইনস্টিটিউট অব মেরিন টেকনােলজি (আইএমটি) অথবা অন্যান্য বৈধ কারিগরি প্রতিষ্ঠান হতে অর্জিত দক্ষতা সনদ আপলােড করলে দক্ষ কর্মীগণ বৈদেশিক কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার পাবেন।

⇰** সফল নিবন্ধনের জন্য নিম্নোক্ত সনদপত্রাদি দাখিল/আপলােড প্রয়ােজন হবে: 

১. পাসপাের্ট 

২. পাসপাের্ট সাইজের ছবি 

৩. নিজর মােবাইল নম্বর 

৪. ই-মেইল (যদি থাকে) 

৫. দক্ষতা সনদ (যদি থাকে)


বিএমইটি ডাটাবেজে নিবন্ধন কোনভাবেই কোন কর্মীর মালয়েশিয়ায় বা

অন্য কোন দেশে বৈদেশিক কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করে না।



মহাপরিচালক, বিএমইটি

www.bmet.gov.bd 

www.amiprobashi.com



No comments:

Post a Comment